অনেক শখের স্মার্ট ফোনটা কি মাঝে মাঝেই বিকল হয়ে যাচ্ছে? সমাধান আপনার হাতেই। চলুন জেনে রাখি।
১। মোবাইল ফোনে অস্পষ্ট কথা শোনা গেলে-
সমাধান - কথপোকথনের সময় ভলিউম বাড়িয়ে নিন।
২। রিংগটোন শোনা না গেলে-
সমাধান - সেটিংস এ যান, দেখুন যে ভাইব্রেটর দেয়া আছে কিনা? থাকলে রিংগটোন কার্যকর করুন। কোন রিং বাজার সময় রিং ভলিউম বাড়িয়ে নিন।
৩। ইনকামিং ও আউট গোয়িং কল করা যাচ্ছে না?
সমাধান - মোবাইল ফোন অফ করে দিন। পাঁচমিনিট পর অন করুন। এবার দেখুন। কাজ না করলে, আবার অফ করে সিম কার্ড খুলে পাঁচ মিনিট পরে চালু করুন।
৪। লোকাল নেটওয়ার্ক পাচ্ছে না?
সমাধান ক্রমিক তিনের মতই।
৫। গ্যালারীর ছবি দেখা যাচ্ছে না? মানে ফটোতে ক্লিক করলে স্ক্রিনে ছবি দেখা যায় না?
সমাধান - মোবাইল অফ করে মেমোরি কার্ড খুলে ফেলুন। মেমোরি কার্ড একটি শুকনো কাপড় দিয়ে মুছে আবার লাগান। তাতেও কাজ না হলে, নুতন মেমোরি কার্ড লাগান। এবার ফোন রিস্টার্ট দিন।
৬। মোবাইলে কমান্ড কাজ না করলে -
সমাধান - রিসেট ফ্যাক্টরি সেটিং দিয়ে দিন। তার আগে ফোনে ধারণ কৃত তথ্যগুলো অন্য কোথাও রেখে দিন।
আমাদের দেশে দামী এনড্রয়েড মোবাইল ফোনের কোন ভালো মানের মেকানিক নেই।তাই মেকানিক এর কাছে আপনার শখের মোবাইল ফোনটি দেয়ার আগে, সাতবার ভেবে নিন। অনেক সময় মেকানিকের কাছে ফোন মেরামতের জন্য দিলে তা আগের চেয়েও বেশী খারাপ হতে পারে। কিন্তু আপনি যদি উপরোক্ত নিয়মগুলো পরিপালন করেন, তবে আশা করি আরও খারাপ হবার ভয় একেবারেই থাকবে না।
No comments:
Post a Comment