অনলাইনে আর্টিকেল লিখে আজকাল অনেকেই বেশ ভালো ইনকাম করছেন। চাইলে আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন।
সবচেয়ে ভালো তারাই করেন, যাদের ইংরেজি ভাষায় দক্ষতা একটু বেশী। তবে যারা বাংলায় আর্টিকেল লিখতে চান, তাদেরও হতাশ হওয়ার প্রয়োজন নেই।
আজকাল অনেকেই বাংলায় আর্টিকেল লিখে মোটামুটি ইনকাম করে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, কি ধরনের আর্টিকেল লিখে ইনকামের মুখ তাড়াতাড়ি দেখা যায়?
চলুন জেনে নিই, কিভাবে আর কেমন আর্টিকেল লিখে সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করা সহ ব্লগ লিখে আয় করা যায়!
১। ব্লগসাইট তৈরি।
অনলাইনে আর্টিকেল লিখে আপনি যদি অর্থ উপার্জনের ইচ্ছে প্রকাশ করেন, তবে আপনাকে আগে ওয়েব সাইটে ঢুকে একটি ব্লগসাইট খুলে নিতে হবে। এজন্য আপনার করনীয় হলো আপনি একটি ওয়েব সাইটে নিবন্ধন করে নিবেন। অনেক ওয়েব সাইট আছে ব্লগ লেখার জন্য। তবে বিশ্বাসযোগ্য একটি ওয়েব সাইট হলো, bloggers.com.
হ্যাঁ, আপনি bloggers.com থেকে সহজেই একটি ব্লগ সাইট খুলে নিতে পারবেন, তাও আবার বিনামূল্যে।
প্রথমেই আপনি গুগল ব্রাউজার ব্যবহারের মাধ্যমে bloggers.com এ যাবেন। তারপর নির্দেশনা অনুসরণ করে ধাপে ধাপে আপনার ব্লগসাইট তৈরি করুন। একটি ভালো নাম দিন আপনার ব্লগের।
ব্লগ খোলা হয়ে গেলে ব্লগে আপনার লেখা পোস্ট করুন। আর্নিং মেনু থেকে আপনি গুগল Adsense নির্বাচন করুন। কেননা আপনার ব্লগে এই গুগল Adsense ই আয়ের ব্যবস্থা করে দেবে।
তবে গুগল Adsense এ অনুমোদন পেতে ক্ষেত্রভেদে ১/২ মাস সময় লেগে যেতে পারে। ততদিন ধৈর্য সহকারে ব্লগে মানসম্মত আর্টিকেল লিখতে থাকুন।
No comments:
Post a Comment