Saturday, January 2, 2021

কঁচুফুল

 কঁচুফুল।  


(কবিতা) 


কি নেই আমার? আছে তো রুপ, 

কম কি আছে সুগন্ধ? 

তবু্ও সবাই আমায় দেখে ছড়ায় কেন

ভ্রান্তি-দ্বন্দ? 

মুখ লুকিয়ে থাকি আমি,

রাত্রি সকাল সাঁঝেতে,

যার আছে চোঁখ, 

সেই তো চিনে-

আমি কেমন কিংবা কে? 

তেলের মাথায় তেল যারা দেয়,

ভালোর কি দাম, 

বুঝবে কি? 

ভেজাল দুধে হয় কি কভু,

আসল খাঁটি গাঁওয়া ঘি? 

হলুদ গায়ে সবুজ শাড়ি, 

পড়ে থাকি দাঁড়িয়ে, 

রঙের পিছে ছোটে সবাই,

আমাকে যায় মাড়িয়ে! 

কেও না পড়ুক গলায় তবুও, 

খাঁটি সোনা আমি যে,

যে জন চিনে আসল সোনা, 

লুফে ঠিকই নেবে সে! 

রঙ দেখিয়া যে বিচারে,

ভালো-মন্দ, সাদা-কালো, 

জাগাবে না তো প্রানে হরষ,

পুর্নিমার ঐ চাঁদের আলো! 


এম ডি আজাদ। 

২-১-২০২১

No comments:

Post a Comment

Google adsense এর সাহায্যে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করার পদ্ধতি।

 আপনি যদি ভালো ইংরেজি জানা হয়ে থাকেন, তবে অনলাইনে আর্টিকেল লিখে আয় করা কোন ব্যাপারই নয়। আজকাল অনেকেই অনলাইনে ব্লগ খুলে আর্টিকেল লিখে ভালো আয়...