বিজয় মানে! (কবিতা)
------------------
Md. Azad.
MA. LLB.
বিজয় মানে মধুর হাসি,
অনেক বেশী সুখ,
বিজয় তুমি নিলে কেড়ে
দুখিনী মায়ের দুঃখ,
বিজয় মানে আঁধার রাতে,
জোছনা ভরা আলো,
বিজয় করে দুরিভূত,
মনের যত কালো!
বিজয় মানে পুব আকাশে,
হাজার তারার বাতি,
বিজয় মানে পথহারাকে,
পথ দেখানোর সাথি!
বিজয় মানে অসহায়ের,
সহায়তার হাত,
বিজয় দিবে পায়ে ঠেলে,
দুঃখ ভরা রাত!
বিজয় মানে সোজা থাকা,
সাহস নিয়ে চলা,
বিজয় মানে সবসময়ই,
সত্য কথা বলা!
বিজয় মানে সহায়হীনে,
সহায়তার হাত,
বিজয় মানে আলোর ভুবন,
নয়কো আঁধার রাত!
বিজয় মানে শ্রাবণ মাসের,
বৃস্টি দিনের গান,
পেখম ধরা ময়ুরের ডাক,
নদীর কলতান!
বিজয় মানে খুশীর ঝলক,
ধ্রুবতারার বাতি,
আঁধার ফুঁড়ে কাটে যেনো,
নিঃসীম কালো রাতি!
বিজয় মানে স্বাধীনতা,
বিজয় প্রানের ছন্দ,
বিজয় বুঝেনা হিংসা কভু,
জানেনা দ্বিধা দ্বন্দ!
বিজয় মানে গ্রাম্য বালার,
পুলকিত মধুর দৃস্টি,
হতাশার মাঝে ঝড়ায় সে যে,
আশীর্বাদের বৃষ্টি!
Md. Azad.
No comments:
Post a Comment