ইন্টারনেট, আগের দিনের বেতার বা তারবিহীন প্রযুক্তি। ইন্টারনেট মানে আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর ব্যাপ্তি সারা ভুবন ব্যাপী।
আজকাল পৃথিবীটাকে একেবারে হাতের মুঠোয় এনে দিয়েছে এই ইন্টারনেট।
রেডিও ওয়েভ ঃ
রেডিও ওয়েভ সহজে তৈরি করা যায় এবং এটা অনেক দূর যেতে পারে। এই তরংগ কাজে লাগিয়ে ইন্টারনেট পরিচালনা করা হয়। আরও অনেক তরংগ রয়েছে। রেডিও ওয়েভ এমন একটা শক্তি, যা কিনা বিল্ডিংকেও ভেদ করে যেতে পারে।
রেডিওতে যেমন বেতার তরংগ দ্বারা সংকেত পাঠানো হয়, তেমনি দুটো কম্পিউটারের মাঝেও বেতার তরংগ দ্বারা যোগাযোগ করা সম্ভব।
বহুল ব্যবহৃত ইন্টারনেট তথা ওয়্যারলেস কমিউনিকেশন।
কোন তার ব্যবহার না করে কোন তথ্য আদান-প্রদান বা যোগাযোগের মাধ্যমকে বলে ওয়্যারলেস কমিউনিকেশন।
ওয়্যারলেস নেটওয়ার্ক তথা ইন্টারনেটের ব্যবহার।
স্মার্ট ফোন, কম্পিউটার, ট্যাব, পিডিএ, ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট কানেকশন সরবরাহ করে যোগাযোগ স্থাপন করা যায়।
হটস্পট (Hotspot)
হটস্পট হলো একধরনের ওয়্যারলেস প্রযুক্তি, যা দিয়ে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, নেটবুক, নোটবুক ইত্যাদিতে ইন্টারনেট কানেকশন সরবরাহ করা হয়।
বর্তমানে তিনটি জনপ্রিয় হটস্পট প্রযুক্তি হলো -
১। ব্লুটুথ (Bluetooth)
২। ওয়াই-ফাই (Wifi) এবং
৩। ওয়াই ম্যাক্স (Wimax) ইত্যাদি।
তবে আজ আমি শুধু ওয়াই-ফাই আর রাউটার নিয়ে আলোচনা করবো।
ওয়াই-ফাই ইন্টারনেট ও রাউটার।
ওয়াই-ফাই এর পুর্নরুপ হচ্ছে - Wireless Fidelity. এটি রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতির ইন্টারনেট কানেকশন দেয়া সহ কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করতে পারে। ওয়াই-ফাই এনাবল যে কোন ইলেকট্রনিক ডিভাইসেই এটি ব্যবহার করা যায়। কম্পিউটারে কিংবা স্মার্ট ফোনে সহজেই এই প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট চালনা করা যায়।
রাউটার।
রাউটার এমন একটা ইলেকট্রনিক ডিভাইস, যার সাহায্যে উৎস কম্পিউটার বা অনুরূপ স্মার্ট ইলেকট্রনিক ডিভাইস থেকে গন্তব্য কম্পিউটারে বা ডিভাইসে ডাটা প্যাকেট পৌঁছে দেয়। ডাটা প্যাকেট ডাটার ব্লক বা সমস্টি। সবচেয়ে কম দুরত্ব পথ ব্যবহার করে, রাউটার ডাটাপ্যাকেট গুলোকে তার গন্তব্যে পৌঁছে দেয়।
রাউটারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন ঃ
সাধারণত ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে রাউটার ব্যবহৃত হয়।
রাউটার এমন স্থানে স্থাপন করা উচিৎ যেন সবজায়গায় সমান নেটওয়ার্ক পায়। কোন রুম বা স্থানের মাঝামাঝি দৃশ্য মান অংশে রাউটার স্থাপনে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। রাউটার থেকে ডিভাইস এর দূরত্ব ১০-১০০ মিটারের চেয়ে বেশী না হওয়াই ভালো।
রাউটার এর গতি কমে গেলে রিপিটার ব্যবহার করা যেতে পারে।
No comments:
Post a Comment