পৃথিবীতে মায়ের মত আপন আর কেও নেই। সন্তান মা কে পর করে দিতে পারে, যা সম্ভব। কিন্তু মা কখনও তার সন্তানদের পর করতে পারেন না। জীবন বাজী রেখে যে মা সন্তানদের লালন করেন, সেই সন্তানই যদি অমানুষ হয় তবে তার মাকে হত্যা পর্যন্ত করতে পিছ পা হয়না। ঋনের কথা যদি বলি, সন্তান তার গায়ের চামড়া কেটেও যদি দেয়, তবুও মা এর ঋন শোধ হবে না।
জেনে শুনে মা কে কষ্ট দিলে তার মন্দ ফলাফল সন্তানদের দুনিয়া ও আখেরাতে উভয় স্থানেই ভোগ করতে হবে। হয়তো দুদিন আগে নয়তো দুদিন পরে।
এম ডি আজাদ।
১২-১২-২০২০
No comments:
Post a Comment