Saturday, December 12, 2020

সুখের পরষ।

বদ্ধ ঘরে এসির বাতাসে হাজার পাওয়ার এর ঝাঁড়বাতির আলোয় নয়, বরং গ্রামের ভাংগা টিনের চালের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় একথালা সাদা ভাত আর শুকনো মরিচ ভর্তায় আছে সীমাহীন তৃপ্তি! সেথায় আছে ঝিরঝির ফাগুন বাতাস, সাথে ঘুরঘুর করা ফুলের সুবাস, বাইরে জোনাকীর স্বাধীন বিচরন, মাটির নীচে ঝিঁঝিঁর ডাক, ক্ষনে ক্ষনে বিরতি দিয়ে গাছের উপরে ভুতুম পাখির ডাক শুনে চিন্তাহীন চাষীর গভীর ঘুমের মাঝে দেখা সুখের স্বপন- এগুলোই তো প্রকৃত সুখের আধার! যা মনকে আন্দোলিত করে, স্বপন দেখায়, হিল্লোল তুলে হৃদয় নদীতে! এম ডি আজাদ।

1 comment:

  1. সুখের কোন রঙ নেই। কেও অল্পে খুশী আবার কেও অনেক কিছুতেই তৃপ্ত নয়। যে অল্পে তুস্ট, সুখ তার মনেই খেলা করে।

    ReplyDelete

Google adsense এর সাহায্যে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করার পদ্ধতি।

 আপনি যদি ভালো ইংরেজি জানা হয়ে থাকেন, তবে অনলাইনে আর্টিকেল লিখে আয় করা কোন ব্যাপারই নয়। আজকাল অনেকেই অনলাইনে ব্লগ খুলে আর্টিকেল লিখে ভালো আয়...